ফাইনালে হারের পর সান্ত্বনা দিলেন নরেন্দ্র মোদি

পুরো বিশ্বকাপ জুড়ে লিটরেলী উড়তে থাকা ভারতীয় ক্রিকেট দল, ফাইনালে শেষ পর্যন্ত হারলো।  ক্রিকেটাররা ড্রেসিংরুমে কাঁদতে ছিলো অলমোস্ট। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রামন্ত্রী অমিত শাহ সেখানে আসলো।

ভিরাট কোহলি এবং রোহিত শর্মার সাথে নরেন্দ্র মোদি কিছুক্ষণ কথা বললো। যেভাবে হাত চেপে অনুপ্রেরণা দিচ্ছেন নরেন্দ্র মোদি, আসলে এমনটাই হবার কথা। ওনার কথাগুলো শোনার পর, কোহলি এবং রোহিতের মন খারাপ কিছুটা যে হালকা হইছে, দুইজনের ফেসে তা স্পষ্ট। এরপর, রাহুল দ্রাবিড়কেও ডাকলেন, হাত মেলালেন, বাহবা দিলেন দলের পারফরম্যান্সের জন্য।

ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি ড্রেসিংরুমে ভারতীয় ক্রিকেটারদের সান্ত্বনা দিয়েছেন

by BCCI

তারপর, গুজরাটের বিজেপি-বয় রবীন্দ্র জাদেজার সাথেও হ্যান্ডশেক করলেন মোদি, একটু পিঠও চাপড়ে দিলেন। ভালো কথা, বিজেপি বয় কেন বললাম, যারা জানেন না তাদের বলছি। রবীন্দ্র জাদেজার ওয়াইফ রিভাবা রবীন্দ্রসিন বিজেপির পক্ষ থেকে গুজরাট বিধান সভার একজন মেম্বার। যেইটা আমাদের দেশে মেম্বার অব পার্লামেন্ট বা এমপি সমমানের। আর, উনি কিন্তু আগে থেকে পলিটিশিয়ান না, ইঞ্জিনিয়ারিং-এর স্টুডেন্ট ছিলো। রবীন্দ্র জাদেজার সাথে বিয়ে হইছে ২০১৬-তে। অনেক ব্যাকগ্রাউন্ড স্টোরি আছে যদিও। যাই হোক, ২০২২ এ উনি প্রথমবারের মতো রাজনীতিতে আসছে।

তাছাড়া, রবীন্দ্র জাদেজার দুই বোন পদ্মিনী জাদেজা এবং নাইনা জাদেজা – এরাও বিজেপির পক্ষ থেকে লোকাল পলিটিক্সে কানেক্টেড। সবই শুরু হইছে মূলত রবীন্দ্র জাদেজা ইন্ডিয়ান টিমে একটা হাইলাইটেড নাম, তারপর থেকে। এরপর, শুভমান গিলের সাথে হাত মেলানোর পর নরেন্দ্র মোদি সোজা গেলেন মোহাম্মদ শামির কাছে। পুরো বিশ্বকাপে শামির যে পারফরম্যান্স ছিলো, মোদির পক্ষ থেকে এই ভালোবাসা উনি আসলেই ডিজার্ভ করেন।

জাসপ্রিত বুমরাহ, শ্রেয়াস আইয়ার, সুরিয়াকুমার যাদব, কুলদীপ যাদব, লুকেশ রাহুলের সাথে হাত মেলানোর পর দলের সবাইকে নরেন্দ্র মোদি দিল্লিতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে দেখা করতে বলছেন এবং নিমন্ত্রণ জানাইছেন সবার সাথে একসাথে খাবেন। ব্যাপারটা আসলেই ভালো ছিলো। এমনকি, দলের সবার এইসময়ে অন্তত প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এমন একটা সাপোর্ট দরকার ছিলো।

বিস্তারিত ভিডিওতে…

You Might Also Like

Leave a Reply