বেন স্টোকসের সেঞ্চুরিতে ইংল্যান্ডের বিশাল জয়

গতকাল নেদারল্যান্ডের সাথে বেন স্টোকস সেঞ্চুরি করছেন।

বিশ্বকাপে প্রথমবারের মতো সেঞ্চুরি করলেন তিনি। এর আগে বিশ্বকাপে অনেকগুলো ক্লোজ টু হান্ড্রেড বা ম্যাচ উইনিং ইনিংস থাকলেও কোনো শতক ওনার ছিলো না। সো, এইটাই ওনার ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ টুর্নামেন্টে সেঞ্চুরি। ১২৮.২ স্ট্রাইক রেটে ৭৮ বলে সেঞ্চুরি করছেন। তবে, শেষ পর্যন্ত ইন্ডিভিজ্যুয়াল স্কোর ৮৪ বলে ১০৮ রান। ৬টি চার, ৬টি ছয়। বর্তমান মডার্ণ ক্রিকেটে আমরা যেই ধরনের ব্যাটিং দেখে অভ্যস্ত, বেন স্টোকসের ইনিংস ডেফিনেটলি ততটা এক্সিলারেট না। কিন্তু, পুনের এই পিচে তিনি যথেষ্ট চেষ্টা করেছেন একটু স্ট্রাইকে ব্যাট করার।

ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ টুর্নামেন্টে সেঞ্চুরি

by Ben Stokes (English Cricketer)

তবে, মন খারাপ করতেই পারেন ডাউইড মালান। ৭৪ বলে ৮৭ রান করে তিনি রান আউট হয়েছেন। প্রতি ওভারে রান রেট যখন পারফেক্টলি মেইন্টেইন হচ্ছিলো, কোনো দরকারই ছিলো না অকারণে রিস্ক নেবার। ফলাফল, আউট। তা-না হলে ডাউইড মালানের সেঞ্চুরিটা হতেই পারতো।

জো রুট এই ধরনের শটে খুবই এক্সপার্ট। আমরা প্রায়ই এই শটটা ওনাকে করতে দেখি। কিন্তু, তারপরেও মিসটেক হয়েই যায়। জো রুটের এই আউটটা আমি বলবো, ব্যাড লাক। বলের লাইন লেন্থ পারফেক্টলি রিড করতে পারলেও, একটু তো মিসটেক শেষ পর্যন্ত হয়েছে। যতটা বাউন্স তিনি এক্সপেক্ট করেছিলেন, তা হয়নি। সো, আউট।

বলার মতো হাইলাইটেড করা ইনিংস বলতে, ক্রিস ওকসের ৪৫ বলে ৫১ রান। খুবই ক্ল্যাসিক্যাল ব্যাটিং, খুব বেশী প্রেসার নিয়ে খেলতে হয় নাই ওনাকে। কারণ, ওনার সাথে পার্টনারশিপে থাকা বেন স্টোকস ঠিকই রান রেইট মেইন্টেইন করতেছিলেন। জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, জস বাটলার, মঈন আলী আজকে রেগুলার পারফর্ম করতে পারেন নাই। তো, সবমিলিয়ে ফার্স্ট ব্যাটিং করা ইংল্যান্ডের ৫০ ওভারে সংগ্রহ ৯ উইকেট হারিয়ে ৩৩৯ রান।

ইংল্যান্ড আর নেদারল্যান্ডের ম্যাচ। অনেকটা ধারণা করাই যাচ্ছিলো, কে জিতবে অথবা কার উইন পসিবিলিটিজ বেশী। ৩৪০ রানের টার্গেটে নেদারল্যান্ড ব্যাটিং করতে নেমে ১৭৯ রানে অলআউট। রেজাল্ট? ইংল্যান্ড ১৬০ রানে জিতছে।

বিস্তারিত ভিডিওতে…

You Might Also Like

Leave a Reply