দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রেকর্ড রানের হার বাংলাদেশ দলের

বিশ্বকাপের ২৩তম এবং নিজেদের ৫ম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ১৪৯ রানের বিশাল ব্যবধানে হেরেছে বিশ্বকাপে ফাইনাল খেলতে যাওয়া বাংলাদেশ। সর্বমোট ৪টি ম্যাচ হেরে বাংলাদেশ দলের অবস্থান পয়েন্ট টেবিলের একেবারে নীচে।

মুম্বাইতে টসে জিতে নির্ধারিত ৫০ ওভার ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৩৮২ রান। ওপেনার কুইন্টন ডি কক ১৪০ বলে করেছেন ১৭৪ রান। ১৫টি চার এবং ৭টি বিশাল বড় বড় ছয়। এছাড়াও, এনরিখ ক্লাসেন ৪৯ বলে ৯০ রান এবং এইডেন মার্করাম ৬৯ বলে ৬০ রান করেছেন। আর, শেষের দিকে ডেভিড মিলারের ১৫ বলে ৩৪ রান।

কুইন্টন ডি কক এবং হেনরিখ ক্লাসেন মিলে গড়ে তুলেছিলেন ১৪২ রানের পার্টনারশিপ। যা এখন পর্যন্ত এই বিশ্বকাপের সবচেয়ে টপ-স্ট্রাইক-পার্টনারশিপ গুলোর একটা।

by International Cricket Council

সব মিলিয়ে বাংলাদেশ দলের বোলারদের জন্য দুঃস্বপ্ন। ৩৬ রানের ভিতরে রিজা হেনড্রিকস এবং ভ্যান দর ডুসেনের দুইটি উইকেট চলে যাবার পর বাংলাদেশের বোলাররা বুঝতেই পারছিলেন না, কোন লাইন লেন্থ ফলো করে বল করতে হবে। যেভাবেই ডেলিভার করা হচ্ছিলো না কেন, বলগুলো বাউন্ডারিতে পাঠিয়ে দিচ্ছিলেন কুইন্টন ডি কক এবং হেনরিখ ক্লাসেন।

৩৮৩ রানের টার্গেটে খেলতে নেমে বাংলাদেশ দল অত্যন্ত ধারাবাহিকতার সাথেই তাদের রেগুলার ক্রিকেট খেলেছে। শুধুমাত্র মাহমুদুল্লাহ রিয়াদই ব্যতিক্রম। বিশ্বকাপ দল ঘোষণার সময়ে চূড়ান্ত লেভেলের অপমানিত হওয়া এই মানুষটি আজ না থাকলে বাংলাদেশ দল অলআউট হতো ১০০ রানের নীচে। সঠিক সময়ে এই মানুষটা একেবারে সামনে দাড়িয়েছেন কাগিসো রাবাদা, মার্কো জেনসেন, কেশব মহারাজদের নিয়ে সাজানো আফ্রিকান বোলিং-এর সামনে।

মাহমুদুল্লাহ রিয়াদ তুলে নিয়েছিলেন সেঞ্চুরি। ১১১ বলে ১১১ রান। হয়তো আপনার কাছে আহামরি কিছু মনে নাই হতে পারে…কিন্তু, লিটন দাস, নাজমুল হাসান শান্ত, সাকিব আল হাসান কোনো ধরনের দায়িত্ব না নিয়ে বাংলাদেশকে যেই অবস্থানে ফেলে রেখে গিয়েছেন, এর চেয়ে ভালো স্ট্রাইকে ব্যাট করা কোনো মিডল অর্ডার ব্যাটসম্যানের পক্ষেই করা সম্ভব নয়।

দলের আর এক/দুইজন ব্যাটসম্যান এতটা দায়িত্ব নিলে আজকের ম্যাচের ফলাফল অবশ্যই অন্য কিছু হতে পারতো। হয়তো বাংলাদেশ দলকেও পয়েন্ট টেবিলের একেবারে নীচে থাকতে হতো না। পয়েন্ট টেবিলের নীচে থাকার জন্য আরও দল তো রয়েছেই আফগানিস্তান, নেদারল্যান্ড। কিন্তু, বাংলাদেশকেই কেনো সেই দায়িত্ব নিতে হবে?

বিস্তারিত ভিডিওতে…

You Might Also Like

Leave a Reply