সান্ত্বনার জয় পেলো ভারত – হারলো অস্ট্রেলিয়া

অবশেষে ভারতকে সান্ত্বনার জয় উপহার দিলো অস্ট্রেলিয়া। বিশ্বকাপের এক সপ্তাহ না যেতেই নিজেদের মাটিতে ৫ ম্যাচের টি-২০ সিরিজ আয়োজন করেছে ভারত। উদ্দেশ্য একটাই, ফাইনালে পরাজয়ের কঠোর প্রতিশোধ নেয়া হবে।

সেই ৫ ম্যাচে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ২ উইকেটে জিতছে ভারত। টসে জেতার পর অস্ট্রেলিয়াকে ব্যাটিং করতে পাঠায় ভারত। ওপেনিং করেছে ম্যাথিও শর্ট এবং স্টিভেন স্মিথ। দলীয় মাত্র ৩১ রানে ম্যাথিও শর্ট আউট হবার পর ক্রিজে আসেন জস ইংলিশ। এরপর, ভারতীয় বোলারদের উপর চড়াও হয়েছেন জস ইংলিশ। আর্শদ্বীপ সিং, প্রসিধ কৃষ্ণ, রবী বিশ্নয় পুরোপুরি গুলিয়ে ফেলছে, বল কোথায় ফেলতে হবে।

শুধুমাত্র জস ইংলিশের কারণে আইপিএল কাঁপানো বোলারদেরকে নিয়ে বানানো ভারতীয় বোলিং লাইনআপ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।  

by Eoin Morgan

জস ইংলিশের ব্যাটিং দেখে বিশাখাপট্টম স্টেডিয়ামে থাকা ভারতীয় দর্শক পুরোপুরি চুপ। একেকটা বাউন্ডারি হচ্ছে, গ্যালারিতে কোনো শব্দ নেই। স্টিভেন স্মিথের সাথে জস ইংলিশের ১৩০ রানের পার্টনারশিপ। ইংলিশের ব্যাটিং কতটা আক্রমণাত্মক ছিলো, বুঝতেই পারছেন। ২৯ বলে ৫৩ রান এবং ৪৭ বলে ১০২ রান। ১১টা চার, ৮টা ছয়। শেষ পর্যন্ত জস ইংলিশ ৫০ বলে ১১০ রানে আউট হইছে। তবে, এর মধ্যে  স্টিভেন স্মিথ ঠিকই হাফ সেঞ্চুরি করছে।

২০ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেটে ২০৮ রান। ১২০ বলে ২০৯ রানের টার্গেট। এত প্রেশারে কি খেলা যায়? রেজাল্ট যা হবার তাই হইছে। মাত্র ২২ রানে ২টা উইকেট চলে গেছে ভারতের। দর্শকদের চোখের পানি, নাকের পানি মিলেমিশে একাকার।

ক্রিজে আসার পর, প্রথম কয়েকটা বল ইশান কিশান আর সুরিয়াকুমার যাদব ডিফেন্স করছে। একে তো ২০৯ রানের টার্গেট, আবার এদের ডিফেন্সিভ খেলা। এইগুলা দেখার পর অনেক দর্শক মাঠ থেকে চলেও গেছে। কিন্তু, এই দুইজন ব্যাটসম্যান আসলেই অসাধারণ খেলেছে। ক্রিজে সেট হবার পর এদের বাউন্ডারি গুলো দেখার মত ছিলো। আউট হবার আগ পর্যন্ত ইশান কিশানের ৩৯ বলে ৫৮ রান, মাত্র ২টা চার কিন্তু ৫টা ছয়।

অন্যদিকে সুরিয়াকুমার যাদব, জাস্ট মাইন্ডব্লোয়িং। প্রত্যেকটা শট পারফেক্ট। যেভাবেই কানেক্ট করতেছিলো, হয় বাউন্ডারি, নয়তো ওভার বাউন্ডারি। ২৯ বলে ৫৪ রান করে হাফ সেঞ্চুরি আর ৪২ বলে ৮০ রান। সত্যি বলতে, ঈশান এবং সুরিয়াকুমার দুইজন মিলেই মূলত ম্যাচটা বের করে ফেলছে। আর, শেষের দিকে রিংকু সিং-এর ১৪ বলে ২২ রান।

সব মিলিয়ে, খুবই ভালো খেলছে ভারত। প্রথম ম্যাচটাতে জয়, খুবই দরকার ছিলো ভারতের জন্য।

বিস্তারিত ভিডিওতে…

অন্যান্য পেইজগুলো ঘুরে আসুন…

You Might Also Like

Leave a Reply