১০৬ রানের বিশাল জয় এবং সূর্যকুমারের সেঞ্চুরি

গতকাল দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে সিরিজের ৩য় টি-২০ ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকাকে ১০৬ রানে হারিয়েছে। অর্থ্যাৎ, দক্ষিণ আফ্রিকার হোম গ্রাউন্ডে দক্ষিণ আফ্রিকাকে ১০৬ রানের ব্যবধানে হারানো হয়েছে। ম্যাচের আরও একটা হাইলাইটেড পার্ট হলো, টি-২০তে সূর্যকুমার যাদবের ৫৫ বলে সেঞ্চুরি। ৭টা চার এবং ৮টা ছয়। সুরিয়াকুমার ছয় মারছে, বুঝতেই পারতেছেন, বাউন্ডারিগুলো কেমন বিশাল হতে পারে।

টসে জেতার পর, বোলিং-এর ডিসিশন নিছে দক্ষিণ আফ্রিকা। ওপেনিং-এ নামা দুই ব্যাটসম্যান যশস্বী জয়সওয়াল এবং শুভমান গিল, স্টার্টিং ভালোই করছে। ২ ওভার ২ বলে ভারতের সংগ্রহ ২৯ রান। অবশ্যি টি-২০ ক্রিকেটের জন্য এক আদর্শ সূচনা।

টি-২০ ক্রিকেটে ১০৬ রানের জয়, সত্যিই বিশাল অর্জন!!!

by MS Dhoni

দলীয় ২৯ রানেই কেশব মহারাজের বলে এলবিডব্লিউ শুভমান গিল। পরের বলেই আউট, ওয়ান ডাউন ব্যাটসম্যান তিলক ভার্মা। এরপর, সূর্যকুমার ক্রিজে এসে জয়সওয়ালের সাথে করলেন ১১২ রানের পার্টনারশিপ। বলগুলোত একের পর এক বাউন্ডারি তুলতেছিলো এই দুই ব্যাটসম্যান। দলীয় ১৪১ রানে ব্যক্তিগত ৬০ রানে আউট জয়সওয়াল। এরপর, রিংকু সিং, জিতেশ শর্মা, রবীন্দ্র জাদেজা এসে ক্যামিও প্লে করেই চলে গেছে। ক্রিজের একপ্রান্তে সূর্যকুমার মেইন রোলে থাকায়, বাকিরা ট্রাই করছে যতটা হাই-স্ট্রাইক রেইটে থাকা যায়। শেষপর্যন্ত ভারতের সংগ্রহ ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০১ রান।

Photo - South Africa VS India T20
Photo - India winning T20 Series

২০২ রানের টার্গেটে ব্যাটিং-এ নেমে দক্ষিণ আফ্রিকা শুরু থেকে শেষ পর্যন্ত কখনোই ম্যাচে ব্যাক করতে পারে নাই। দলীয় মাত্র ৪ রানে ১ম উইকেট চলে যাবার পর, ২৩ রানে ২য় উইকেট চলে যায়। ৪২ রানে ৩য় এবং ৪র্থ উইকেট। ৭৫ রানে ৫ম উইকেটও চলে গেল দক্ষিণ আফ্রিকার। একে তো রানের প্রেসার, দ্বিতীয়ত দ্রুত উইকেট চলে গেছে। সবমিলিয়ে দক্ষিণ আফ্রিকার জন্য এই ম্যাচটা দুঃস্বপ্ন।

৮২ রানে ৬ষ্ঠ উইকেট, ৮৯ রানে ৭ম উইকেট, ৯৪ রানে ৮ম উইকেট এবং ৯৫ রানে ১০ম উইকেট। মাত্র ১৩ ওভার ৫ বলে দক্ষিণ আফ্রিকা অল আউট। ভারতের বোলারদের মধ্যে কুলদ্বীপ যাদব ২ ওভার ৫ বল করে ৫টা উইকেট পেয়েছে, রান দিয়েছে মাত্র ১৭। এ কোনো কথা!!

বিস্তারিত ভিডিওতে…

অন্যান্য পেইজগুলো ঘুরে আসুন…

You Might Also Like

Leave a Reply